Joe Biden: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা পুতিনের, তীব্র নিন্দা বাইডেনের

মস্কো ও ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী প্রজাতন্ত্রকে ‘স্বাধীন’ ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’’ যদিও, রুশ প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসনের প্রেক্ষিতে মিত্র ও অংশীদারদের সঙ্গে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবে আমেরিকা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। সকলেই রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তকে নিন্দা করেছেন।

সোমবার (স্থানীয় সময়) সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠকে পুতিন সিদ্ধান্ত নেন দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে। তারপর রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’’ দীর্ঘ ভাষণের পর পুতিন রাশিয়ার সংসদের উচ্চ কক্ষকে এই সিদ্ধান্ত সমর্থন করতে বলেন। পাশাপাশি, ইউক্রেনে রুশপন্থীদের বিরুদ্ধে সরকারের সামরিক অভিযান বন্ধ করার কথা বলে পুতিনের হুঁশিয়ারি, ‘‘আমরা অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায়, রক্তপাতের দায় সম্পূর্ণ ভাবে বর্তাবে ইউক্রেনের ক্ষমতায় থাকা সরকারের উপরে।’’

রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি টিমের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবার বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার ক্রমাগত রাশিয়ার প্রচেষ্টার পেক্ষিতে কিছু নির্দিষ্ট ব্যক্তির সম্পত্তি অবরুদ্ধ এবং নির্দিষ্ট কিছু লেনদেন নিষিদ্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *