Suicide : পারিবারিক কলহে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

অমরপুর, ২২ ফেব্রুয়ারি : অমরপুরের কাঠাল বাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার নাম প্রিয়তোষ দাস। তাকে পরিবারের লোকজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঐ ব্যাক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে ঝলসে গেছে। তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনা সম্পর্কে তার স্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। সেই পারিবারিক কলহের জেরে সকলের অলক্ষ্যে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার স্বামী প্রিয়তোষ দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *