Stock Market: ধস শেয়ার বাজারে, পড়ল সূচক

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়ল দালাল স্ট্রিটে। মঙ্গলবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক ধাক্কায় এক হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক থামে ৫৬,৬৮০ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ২৮৫ পয়েন্ট পড়ে থামে ১৬, ৯২২ পয়েন্টে।

রেড্ডি, লার্সেন অ্যান্ড টুর্বো, টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি এবং বাজাজ ফাইনান্সের শেয়ার সব থেকে বেশি পতন হয়েছে। সোমূাপ বাজার বন্ধের সময় সূচক ছিল ৫৭,৬৮৪ পয়েন্ট। আর নিফটির সূচক ছিল ১৭, ২০৭-য়ের ঘরে। ভারতীয় শেয়ারবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শেয়ারবাজারেও ইউক্রেনের প্রভাব পড়েছে। জিওজিৎ ফাইনান্সিয়াল সার্ভিসের ভিকে বিজয়কুমার জানিয়েছেন, ‘ইউক্রেনে উদ্ভূত পরিস্থিতির কারণে শেয়ারবাজারে প্রভাব পড়ে। প্রভাব পড়েছে বিশ্ব অর্থবাজারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *