শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন সেনা জওয়ান। তবে, কারও আঘাত গুরুতর নয়। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোপোরের সাংরামার চুড়া এলাকায়। আহত সেনা জওয়ানদের চিকিৎসার জন্য নিকটবর্তী এমআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সোপোরের সাংরামার চুড়া এলাকায় দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর একটি গাড়ি। এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৪ জন সেনা জওয়ান। দুর্ঘটনার জেরে হাইওয়েতে বেশি কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। আহত সেনা জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।