উদয়পুর, ২১ ফেব্রুয়ারি : উদয়পুর কাকড়াবন সড়কের ওটিপিসির সামনে সোমবার সাতসকালে একটি বাইক এবং স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃতের নাম প্রান্তোষ সূত্রধর। ঘটনায় অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।সেখান থেকে দুজনের দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চালকদের দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। রাধাকিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে।