উদয়পুর, ২১ ফেব্রুয়ারি : সোমবার সকালে উদয়পুরের ফুলকুমারী এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশ এলাকার বাড়িঘর।
ঘটনার বিবরণে জানা গেছে, ফুলকুমারী এলাকায় একটি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রান্নাবান্নার কাজ শুরু হয়েছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় তাতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সিলিন্ডারটি সেখান থেকে কোন রকমে তুলে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। ফলে অল্পেতে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী ঘন বসতি এলাকার বাড়িঘর।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা এসে গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দিতে না পারলে এলাকাটি অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারত। শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।