Chief Minister : যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷  যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ৷ যুব সম্প্রদায়কে আরও বেশি করে খেলাধুলার সাথে যুক্ত করতে পারলেই নেশা মুক্ত ত্রিপুরা গঠনের কাজ সহজ হবে৷ এই লক্ষ্যেই প্রতি জেলায় স্টেডিয়াম নির্মাণ ও উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আজ সোনামুড়া প্রিমিয়ার লীগ কমিটি আয়োজিত টি-২০ এসপিএল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শান্তির প্রতীক হিসেবে মুখ্যমন্ত্রী সাদা পায়ড়া উড়িয়ে দেন৷ তিনি তারপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন৷ সোনামুড়া স্পোর্টিং ঙ্রলসোসিয়েশন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ নেশা দ্রব্য ব্যবহার এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ৷ নেশার বিরুদ্ধে আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ ত্রিপুরার মাটিতে নেশা কারবারি এবং নিষিদ্ধ নেশাদ্রব্যের কোনও স্থান নেই৷ বিষয়টিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না৷ নেশার কেবলে পড়ে একদিকে যেমন যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধবংস হয়, তেমনি নানান কায়দায় এই নেশাদ্রব্য গ্রহণ করতে গিয়ে এইচআইভিও সংক্রমিত হয়৷ তিনি বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের এই দৃঢ়তার ফলেই প্রতিদিন সাফল্য আসছে৷ সারা রাজ্যেই ক্রীড়া পরিকাঠামোর উন্নতি ও সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ প্রতি জেলায় ফুটবল স্টেডিয়াম নির্মাণ সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে মহিলাদের অগ্রণী ভূমিকা নিতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, শহর থেকে প্রান্তিক এলাকা সর্বত্র উন্নয়ন প্রতিফলিত হচ্ছে৷ হাইওয়ের পাশাপাশি প্রতিটি গ্রাম পেভার ব্লক সহ অন্যান্য সড়কে যুক্ত হচ্ছে৷ উন্নয়নের প্রশ্ণে একসময় উপেক্ষিত উত্তর-পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিকতায় বিকাশের নতুন দিশা পেয়েছে৷ বিগত দিনে রাজ্যে বেড়ে উঠা নেশা কারবারে লাগাম টানতে বর্তমান রাজ্য সরকার দৃঢ়তার সাথে কাজ করছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা বলেন, সোনামুড়া অঞ্চলের খেলোয়াড়রা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির স্থাপন করেছেন৷ তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় আঙ্গিনায় নিজেদের জায়গা করে নিয়েছেন৷ রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *