নয়াদিল্লি ও মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে ছত্রপতি শিবাজী মহারাজকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্রপতি শিবাজী মহারাজের অসামান্য নেতৃত্ব এবং সমাজকল্যাণের প্রতি ঝোঁক প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।” জন্মজয়ন্তীতে শিবাজী মহারাজকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জয়ন্তীতে প্রণাম। তাঁরা অসামান্য নেতৃত্ব এবং সমাজকল্যাণের প্রতি জোর দেওয়া প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। সত্য ও ন্যায়ের মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি আপোষহীন ছিলেন। আমরা তাঁর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।”
ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকালে মহারাষ্ট্রের পুণে জেলার জুন্নারের শিবনেরি বন্দরে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, মন্ত্রী আদিত্য ঠাকরে ও দিলীপ ওয়েলসে পাটিল প্রমুখ। গোয়ায় ছত্রপতি শিবাজী মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।