মুর্শিদাবাদ, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : যে কোনও মূল্যে সিএএ লাগু করা হবে বলে দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা বিজেপিকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
শনিবার অধীরবাবু বলেন, “ভোটের বাজারে আবার সেই সাম্প্রদায়িকতার ধ্বনি। যদি কিছু ভোট পাওয়া যায়! সিএএ দু’বছর আগে পাস হয়ে গিয়েছে। ক্ষমতা হয়েছে ওদের চালু করার? আমাদেরটা বাদই দিন। এটা তো বিজেপির রাজ্য নয়! বিজেপি নিজের রাজ্যে চালু করতে পেরেছি কি? উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য, গুজরাট বিজেপির রাজ্য। বিজেপি নিজের রাজ্যে সিএএ চালু করতে পেরেছে কি? আইন বানাতে পেরেছে কি? জানে না শোনে না এরা, বেকার যত, ফালতু কথা বলে। সুপ্রিম কোর্টে গেলেই খারিজ হবে। সিএএ যে আইন আনা হয়েছে ভারতবর্ষের সংবিধানকে পুরো অবজ্ঞা করে অস্বীকার করে করা হয়েছে। এখন ভোটের সময়। এখন যদি এসব বলে কিছু ভোট পাওয়া যায়।“