কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যে সিএএ লাগু হবে। সেক্ষেত্রে রাজ্য সরকার সম্মতি থাক বা না থাক। পুরভোটের প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মুর্শিদাবাদে পুরভোটের প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারকে নিয়ে বা বাজ্য সরকারকে এড়িয়ে বাংলায় সিএএ লাগু করা হবে। সুকান্তবাবু বলেন, ‘মুর্শিদাবাদ একটি বিশেষ জেলা। পূর্ব পাকিস্তান থেকে এই জেলা ভারতে এসেছে। সেই জন্য মুর্শিদাবাদ বাসীদের আরও সতর্ক হতে হবে। বুঝতে হবে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। তারা যদি তা না বোঝেন তাহলে তাদের ভবিষ্যত অন্ধকারের দিকেই যাবে। সুকান্তবাবু বলেন, ইতিমধ্যেই এখানে পিএফআই তাদের কর্মসূচি পালন করেছে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে এই বিষয়টি বুঝতে হবে যে এর মধ্যে কোন বিপদ লুকিয়ে রয়েছে। সেটা বুঝেই আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে।’