Mansukh Mandviya: ভারতে ১৭৫.০৩-কোটি টিকা সম্পূর্ণ, মনসুখ জানালেন নতুন ভারতের নয়া রেকর্ড

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশে ১৭৫.০৩ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৬ লক্ষ ২৮ হাজার ৫৭৮ জন প্রাপক। ফলে ভারতে ১৭৫.০৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৫,০৩,৮৬,৮৩৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

টিকাকরণের এই নতুন মাইলফলকে পৌঁছনোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, নতুন ভারতের নয়া রেকর্ড। টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “১৭৫ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ নিয়ে ঐতিহাসিক সংখ্যা অতিক্রম করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান রোজই নতুন উচ্চতা ও নতুন কীর্তি অর্জন করছে।”

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, শনিবার সকাল পর্যন্ত ৭৫.৮১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১২,৩৫,৪৭১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৫,৮১,২৭,৪৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,৩৫,৪৭১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন।