ঝাড়গ্রাম, ১৮ ফেব্রুয়ারি ( হি. স.) : আবারও মাওবাদীদের নামে পোস্টার দেখা গেল জঙ্গলমহলে। আর এই পোস্টার উদ্ধার হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে বেলপাহাড়ি থানা এলাকা সংলগ্ন ঝাড়খন্ড রাজ্য সীমানা এলাকায়।পোস্টার গুলিতে লাল কালিতে লেখা পুলিশ, প্রশাসন সহ তৃণমূল নেতাদের হুঁশুয়ারি দেওয়া হয়েছে। লাল কালিতে লেখা ওই পোস্টার গুলির নিচে সিপিআই মাওবাদী লেখা ছিল।যদিও ঝাড়গ্রাম জেলা পুলিশ আধিকারিকেরা পোস্টার উদ্ধারের বিষয়টি স্বীকার করে নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে বেলেপাহাড়ি থানার আমলাশোল,আমঝর্না থেকে কয়েক কিমির মধ্যে ঝাড়খন্ড রাজ্যের লাকাইসিনি এলাকায় পোস্টার গুলি দেখা যায়। ইটের পাঁজা এবং নিচে পোস্টার গুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ জন।পুলিশ রাজ খতম করে কৃষক রাজ কায়েম,উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ কারী তৃণমূল নেতারা হুঁশিয়ার সহ বিভিন্ন বক্তব্য রয়েছে পোস্টার গুলিতে।যদিও এই বিষয়ে শুক্রবার ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন ” পুলিশের কাছে এই ধরণের কোন খবর নেই। ” উল্লেখ্য কয়েকদিন আগেই শিলদা শহীদ দিবসের দিন ঝাড়গ্রামে বাঁকুড়া জেলা লাগোয়া কিছু এলাকায় মাওবাদীদের নামে দেওয়া নীল কালিতে ছাপানো পোস্টার উদ্ধার হয়েছিল। জেলা পুলিশের আধিকারিকদের একাংশের বক্তব্য কেউ বা কারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই কাজ করছে।পুলিশ তদন্ত করে দেখছে পোস্টার কান্ডের সাথে কারা জড়িত রয়েছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশ মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে দুটি ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে।সব মিলিয়ে শান্ত জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।