Chandigarh administration : যানজট কমাতে ২১ ফেব্রুয়ারি থেকে চণ্ডীগড়ে অফিসের সময় পরিবর্তন

চণ্ডীগড়, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : যানজট কমাতে চণ্ডীগড় প্রশাসন শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলে অফিসের সময় পরিবর্তনের ঘোষণা করেছে।

চণ্ডীগড়ের অফিসগুলি আগামী সোমবার ২১ ফেব্রুয়ারি থেকে সকাল ৯.৩০টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত কাজ হবে।
কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মী দফতরের একটি সরকারি আদেশে বলা হয়েছে, “একই সময়ে পঞ্জাব (মোহালি), হরিয়ানা (পঞ্চকুলা) এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের কর্মচারীদের যানজট কমানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আগে অফিসের সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।