মস্কো, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না, রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের ২-লক্ষের কাছেই। রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭৮৪ জন রোগীর। নতুন করে ৭৮৪ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৪৩,৯৫৭ জনের।
এই মুহূর্তে কোভিডে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে রাশিয়াতে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ০৭১ জন, রাশিয়ায় এখন ওঠানামা করছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,০২০,৫৭৩ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ১২,০২৬,৮৪৪ জন।