ভূমিধস ও বন্যায় ব্রাজিলের পেট্রোপোলিস শহরে মৃত ৯৪, নিখোঁজ ৩৫ জন

রিও ডি জেনেইরো, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে ব্রাজিলের ট্যুরিস্ট ডেস্টিনেশন রিও ডি জেনেইরোর পেট্রোপোলিস শহর। ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ পৌঁছেছে, আহতের সংখ্যা প্রচুর। এখনও উদ্ধারকাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার রিও ডি জেনেইরোর উত্তরে, মনোরম পর্যটন শহর পেট্রোপোলিসে প্রবল ঝড় ও তিন ঘন্টার বৃষ্টিতে নদীতে পরিণত হয়েছিল রাস্তা। বৃষ্টির ফলে কাদামাটির ধস নামে, তলিয়ে যায় বহু ঘর-বাড়ি। বিভিন্ন স্থানে ধস নামে। পেট্রোপলিস শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে জলের স্রোতে তলিয়ে যায় বাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা অসংখ্য গাড়ি। ভূমিধস ও বন্যায় এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও খোঁজ পাওয়া যায়নি কমপক্ষে ৩৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *