Removing Auto Stand : নাগেরজলায় অটো স্ট্যান্ড সরাতে গিয়ে তুমুল ঝামেলা, পুর নিগমের মেয়রের হস্তক্ষেপে মিটমাট

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের নাগেরজলায় রাস্তার পাশে অটো স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে, ওই জায়গায় পাঁচটি করে একসাথে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এদিন, অটো স্ট্যান্ড সরাতে গিয়ে প্রশাসনের সাথে অটো চালকদের তুমুল ঝামেলা হয়েছে। শেষে পুর নিগমের মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


প্রসঙ্গত, নাগেরজলায় রাস্তার পাশ থেকে অটো স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য বহুবার পুর নিগমের পক্ষ থেকে অটো মালিক এবং শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এনিয়ে অটো শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে জনগণের সুবিধার্থে অটোস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবে সম্মত হলেও একাংশ অটোচালক আপত্তি করছিলেন এবং সেখানেই অটো নিয়ে দাড়াতেন।


নাগেরজলায় রাস্তার দু’পাশে অটো দাঁড়িয়ে থাকার ফলে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়ায়। তাতে জনগণের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছিল। জনগণের এই সমস্যা দূর করার লক্ষ্যে পুর নিগমের তরফ থেকে বুধবার রাস্তার পাশের অটো স্ট্যান্ড সরিয়ে দিতে গেলে বেশ কিছু অটো শ্রমিক তাতে আপত্তি জানান। এমনকি তাঁরা পুর নিগমের কর্মী ও পুলিশ কর্মীদের গালাগাল শুরু করেন। এ নিয়ে তুমুল ঝামেলা শুরু হয়।


খবর পেয়ে আগরতলা পুর নিগমের মেয়র সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুর নিগমের মেয়র বিষয়টিতে হস্তক্ষেপ করেন। শেষ পর্যন্ত তাঁর হস্তক্ষেপে শ্রমিকরা অটোস্ট্যান্ড সেখান থেকে সরিয়ে নাগেরজলা স্ট্যান্ড-র ভেতর থেকে চলাচলের জন্য সম্মত হন। তবে পাঁচটি করে অটো স্ট্যান্ডের বাইরে রাস্তার পাশে দাঁড়াতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারো রাস্তার পাশে অটোস্ট্যান্ড তৈরি করার চেষ্টা করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *