Bappi Lahiri: বাপ্পি লাহিড়ীর প্রয়াণে বিষণ্ণ রাষ্ট্রপতি, জানালেন শুধু দেশ নয় বিশ্বেও তাঁর গান জনপ্রিয় ছিল

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকালে বাপ্পি লাহিড়ীর মৃত্যুর দুঃসংবাদ শুনেই শোকে ভেঙে পড়েছেন রাষ্ট্রপতি। শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, শুধু দেশ নয় বিশ্বেও বাপ্পি লাহিড়ীর গান জনপ্রিয়তা পেয়েছে। তাঁর গান শ্রোতাদের আনন্দ দিয়ে যাবে।

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বুধবার সকালে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “বাপ্পি লাহিড়ী ছিলেন একজন অতুলনীয় গায়ক ও সুরকার। তাঁর গান শুধু ভারতে নয়, বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। তাঁর স্মরণীয় গান শ্রোতাদের আনন্দ দিয়ে যাবে বহুদিন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *