Bappi Lahiri: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকস্তদ্ধ বলিউড

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর। বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।

সকাল থেকেই টুইটে শোকবার্তা জ্ঞাপন করেছেন একাধিক তারকা। টুইটে অক্ষয় কুমার জানিয়েছেন, ‘সঙ্গীত জগতের আরও এক হীরেকে হারালাম আমরা। বাপ্পি দা আপনার গলার স্বর লক্ষাধিক মানুষের আনন্দের কারণ। সঙ্গীতের মাধ্যমে এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। পরিবারের প্রতি গভীর সমবেদনা। ওম শান্তি।’ বলিউডে থেকে টলিউড সর্বত্রই শোকের ছায়া গোটা দেশবাসীর চোখে জল। টুইটে শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন অজয় দেবগণ। তিনি বলেছেন, ‘আনন্দ দায়ক ও প্রাণবন্ত মানুষ ছিলেন বাপি দা। ওনার মিউজিক ছিল অন্যমাত্রার। হিন্দি মিউজিকে কন্টেম্পরারি ঘরানা নিয়ে এসেছিলেন বাপি দাই। ওম শান্তি দাদা।’ বাপি লাহিড়ীর সঙ্গে ছবি দিয়ে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। শোকপ্রকাশ করেছেন মিউজিক মায়েস্ট্রো এ আর রহমান। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে চিরঞ্জিবী থেকে রাম চরণ তেজা সকলেই শোকপ্রকাশ করেছেন। বলিউডের প্রায় সমস্ত তারকা কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর খান, অনন্যা পাণ্ডে থেকে শুরু করে প্রত্যেকেই গভীর সমবেদনা জানিয়েছেন বাপ্পি লাহিড়ীর প্রয়াণে। প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে বাপি লাহিড়ির করোনা ধরা পড়ে। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন সেখানে থাকার পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। চলতি বছরে গত একমাস ধরে মুম্বইয়ের ক্রিটিকেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।