জালালাবাদ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ভারতের সীমান্তবর্তী রাজ্য, তাই নিরাপদ ভারতের জন্য সুরক্ষিত পঞ্জাবই একমাত্র বিকল্প। মঙ্গলবার পঞ্জাবের জালালাবাদের জনসভা থেকে এমনটা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, বাকি সমস্ত দলই হয় পরিবারবাদী অথবা ছোট বৃত্তে সীমাবদ্ধ। জাতীয় স্বার্থে কাজ করা দল নয়। বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত, তাও জানিয়েছেন নাড্ডা। তাঁর কথায়, “আঞ্চলিক এবং পারিবারিক দলগুলি পঞ্জাবকে সমস্যায় ফেলেছে, এগুলি এমন দল যা জাতীয় ইস্যুতেও আপস করে। সেই কারণেই বিজেপিকে সমর্থন করা আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।”
নাড্ডা আরও বলেছেন, “বিজেপির নীতি ও কর্মসূচী মোদীজির নেতৃত্বে একই মন্ত্রে চলে – সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। এই মন্ত্রের মাধ্যমে আমরা দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাই।” জালালাবাদ থেকে পঞ্জাবের জনগণের উদ্দেশে নাড্ডা বলেছেন, “পঞ্জাব এই মুহূর্তে ড্রাগ মাফিয়া, খনি মাফিয়া, পরিবহন মাফিয়া, বালি মাফিয়া দ্বারা জর্জরিত। কারণ এখন যারা সরকারে আছেন তারাই এসবের পৃষ্ঠপোষকতা করছেন। মাদক ও মাফিয়ার প্রতি জিরো টলারেন্স রয়েছে বিজেপির।” প্রসঙ্গত, এদিন পঞ্জাবের মাউর মান্ডিতেও জনসভা করেছেন নাড্ডা।