কোচবিহার, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায় একটি আবাসনে আগুন লেগে দগ্ধ্ হয়ে প্রাণ হারালেন মা ও ছেলে। মঙ্গলবার সকালে কোচবিহারের কদমতলা এলাকায় অবস্থিত একটি ৫-তলা বহুতলে ভয়াবহ আগুন লাগে। আটকে পড়েন মা ও ছেলে, পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম সুপ্রিয়া সরকার (৫১) ও তাঁর ছেলে সুজয় সরকার (৩২)।
পুলিশ ও দমকল সূত্রের খবর, এদিন সকালে ৫-তলা একটি ফ্ল্যাট থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভাতে আসে দমকলের দু’টি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দু’টি মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির ৫-তলার ফ্ল্যাটে থাকতেন মা ও ছেলে। আবাসিকরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে বাইরে থেকে তালা দেওয়া ছিল। সেই তালা ভেঙে দমকলকর্মীরা ভেতরে ঢুকে আগুন নেভান। ভেতরে মা ও ছেলে থাকা সত্ত্বেও ফ্ল্যাটে কেন বাইরে থেকে তালা দেওয়া ছিল, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।