সীতাপুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের সীতাপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারল একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যের। মৃতদের মধ্যে দু’টি কিশোরী রয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর। ইমালিয়া সুলতানপুর থানার অন্তর্গত হেমপুর ক্রসিংয়ের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে।
ওই বাইকে মোট ৬ জন ছিলেন, তিনটি শিশু ও এক মহিলা। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সকলে। মৃত্যু হয় একই পরিবারের ৪ জন সদস্যের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় নীরজ (৩৫) নামে এক যুবকের, তাঁরা শ্যালক রোহিত (৩০) ওই দুই কিশোরীর। মহিলা ও একটি শিশু প্রাণে বেঁচে গিয়েছে। ঘাতক ট্রাকের চালককে খুঁজছে পুলিশ।