বিশালগড়, ১৫ ফেব্রুয়ারি : বিশালগড় স্টেট ব্যাঙ্কের সামনে থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে চোরেরা। এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে স্কুটির বক্সে রেখে কিছুক্ষণের জন্য অন্য এক জায়গায় গিয়েছিল। ফিরে এসে দেখেন তার টাকা উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বিষয়টি বিশালগড় থানার পুলিশকে জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া টাকা উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
2022-02-15