নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আজ সোমবার উত্তরাখণ্ড, গোয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের ৫৫টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন নির্বাচন শুরুর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘উত্তরাখণ্ড, গোয়া এবং উত্তরপ্রদেশের কিছু অংশে ভোটগ্রহণ হবে। ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানাই।’
উত্তরপ্রদেশে সাত দফায় ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এদিন হবে দ্বিতীয় দফার ভোট। ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটগ্রহণ হয়। এছাড়াও গোয়া এবং উত্তরাখণ্ড বিধানসভার ভোটগ্রহণ শেষ হবে এক দফাতেই।

