বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : হিজাব বিতর্কের মধ্যে সোমবার কর্ণাটক হাইকোর্ট কলেজগুলিতে হিজাবের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি ফের শুরু হয়েছে। কর্ণাটক হাইকোর্ট মিডিয়াকে “আরো দায়িত্বশীল হতে” আবেদন করেছে।
বরিষ্ঠ আইনজীবী দেবদত্ত কামাত, আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে কর্ণাটক হাইকোর্টে হিজাবের উপর নিষেধাজ্ঞার সরকারি আদেশ জমা দিয়েছেন। তিনি বলেন, এই সরকারি আদেশ আইনত টেকসই নয়।
আবেদনকারীরা আদালতের কাছে মেয়েদের হিজাব পরে ক্লাসে যোগ দেওয়ার এবং তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। যখন সরকার যুক্তি দিয়েছিল, ইসলামে হিজাব অপরিহার্য কিনা তা খুঁজে বের করা প্রয়োজন।
এদিকে, সোমবার কর্ণাটকে দশম শ্রেণি পর্যন্ত হাই স্কুল আবার খোলা হয়েছে যখন কলেজগুলি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।