BJP-Congress: গোয়া দখলে মরিয়া বিজেপি, কংগ্রেস

পানাজি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আজ সোমবার গোয়ায় ভোটগ্রহণপর্ব শুরু হয়েছে। এদিন এক দফাতেই ভোট উপকূলের রাজ্য গোয়ায়। ৪০টি আসনের লড়াইয়ে রাজ্যটির দখল নেওয়ার জন্য গত কয়েক মাস বিজেপি, কংগ্রেস, আপ এবং তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের অনবরত যাতায়াতের সাক্ষী থেকেছে গোয়া। স্থানীয় রাজনৈতিক শিবিরের মতে, লড়াইটা মূলত শাসক দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হলেও, গত চার মাস প্রবল ভাবে প্রচার করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টির নেতাদের। কেজরীওয়াল তো এসেছেনই, দু’বার প্রচার করে গিয়েছেন মমতাও।

তবে স্থানীয় সূত্রের বক্তব্য, আঞ্চলিক দল এবং গোয়ার স্থানীয় ছোট দলগুলি এ বার ভোট প্রচারে এবং লড়াইয়ের অগ্রভাগে থাকলেও— লড়াইটা সেই গত বারের ভোটের মতো বিজেপি বনাম কংগ্রেসই থাকছে। তবে অন্য দলগুলি ভোট পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বার অর্থাৎ ২০১৭ সালের বিধানসভা ভোটের তুলনায় গোয়ায় এ বারের চিত্রটি ভিন্ন। গত বারের নির্বাচনে রাজ্যে ৮২.৫৬ শতাংশ ভোট পড়েছিল। কংগ্রেস সেই সময়ে ১৭টি আসন জিতেছিল, বিজেপি জেতে ১৩টিতে৷ তবে গেরুয়া শিবির দ্রুত কিছু আঞ্চলিক দল এবং নির্দল প্রার্থীর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল। পরে কংগ্রেস থেকে শিবির বদলে বিধায়কের দল বিজেপিতে যোগ দেন।

এ বারের ভোটে যাঁদের দিকে চোখ থাকবে, সেই প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত (বিজেপি), বিরোধী দলনেতা দিগম্বর কামাথ (কংগ্রেস), প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও (টিএমসি), রবি নায়েক (বিজেপি), প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই (জিএফপি) এবং সুদিন ধাভালিকর (এমজিপি), প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের ছেলে উৎপল পর্রিকর, আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর প্রমুখ।