মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আজ পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার তৃতীয়বর্ষ। ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি আধা সেনাবাহিনীর বাসে ধাক্কা দিলে প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এই দিনটির স্মরণে এদিন প্রবীণ অভিনেতা অনুপম খের হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এদিন টুইটে “নেভার ফরগট” হ্যাশট্যাগ যোগ করেছেন।
“১৪ ফেব্রুয়ারি, ২০১৯! পুলওয়ামা হামলার শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আমি এই শহীদদের পরিবারের সদস্যদেরও অভিবাদন জানাই।”