নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ উদয়পুর মাতাবাড়ি এবং শিব মন্দিরে পুজো দিলেন কংগ্রেস নেতৃত্ব৷ সদ্য বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া এবং বিজেপি দল ত্যাগী সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা৷ রবিবার উদয়পুর মাতাবাড়ি এবং শিব মন্দিরে পুজো দেন তাঁরা৷
পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন বলেন মায়ের কাছে ক্ষমা চাইতে এসেছি৷ জীবনের যে ভুল করেছি তার জন্য মার্জনা চেয়েছি৷ তারা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলেও জানান৷ অশুভ সব থেকে পরাস্ত করে শুভশক্তির আগমন ঘটাতে তারা চেষ্টা চালাবেন বলে জানান সেজন্যই মায়ের কাছে এবং শিব ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছেন৷
এদিন সকাল থেকেই সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহার উদয়পুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ দলত্যাগ সম্পর্কে জানতে চাওয়া হলে সুদীপ রায় বর্মন বলেন এখানে মন্দিরে এসেছি৷ রাজনৈতিক বিষয়ে কিছুই বলতে চাই না এসব পরবর্তী সময়ে বলা হবে বলেও তিনি জানান৷

