নদিয়া, ১৩ ফেব্রুয়ারি (হি.স): নদিয়া জেলার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক সন্দেহভাজন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। ধৃতের নাম-আনসার আলি মণ্ডল, বাড়ি উত্তর ২৪ পরগনায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালানো হয়।
হাতেনাতে গ্রেফতার করা হয় আনসার আলি মণ্ডল নামে ওই ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।