কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিধানসভার অধিবেশন সমাপ্তির সিদ্ধান্তকে ‘অধিকার বহির্ভূত’ বলে সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রবিবার টুইটে তার জবাব দিলেন জগদীপ ধনখড়। সেই টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন। যার অর্থ মমতা টুইটারে রাজ্যপালকে আনব্লক করে দিয়েছেন। যদিও তিনি আর জগদীপ ধনখড়কে ফলো করেন না।
জগদীপ ধনখড়ের এই সিদ্ধান্তকে নিয়ম বিরুদ্ধ বলে সমালোচনা করেছিলেন এম কে স্ট্যালিন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল উচ্চপদে বসে অধিকার বর্হিভূতভাবে এই কাজ করেছেন। যার জবাবে রবিবার জগদীপ ধনখড় লেখেন, ‘তামিলানাড়ুর মুখ্যমন্ত্রীর মন্তব্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুরোধের ভিত্তিতে বিধানসভা স্থগিত করে দেওয়া হয়েছে।’
প্রথা অনুযায়ী, শীতকালীন অধিবেশন শেষের পর পরিষদীয় দফতরের তরফে রাজ্যপালের কাছে অধিবেশন শেষ হওয়া সংক্রান্ত ফাইল পাঠানো হয়। কিন্তু রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সেই ফাইল দেরিতে পাঠায় সরকার। গতবছর ১৭ নভেম্বর শীতকালীন অধিবেশন শেষ হয়েছিল। ফাইল পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। সেই ফাইলে সই করে টুইট করেন রাজ্যপাল।

