নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রবিবার ভোর রাতে বড়কাঁঠাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ পথচারীরা সুকল ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে৷ এর মধ্যেই আগুনে তিনটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে দমকল বাহিনী এবং স্থানীয় মানুষের তৎপরতার ফলে অন্যান্য অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে৷
প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা সুকলে আসেন৷ শিক্ষকরা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ মোট তিনটি কক্ষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অগ্ণিকাণ্ডের ফলে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিদ্যালয় এর তরফ থেকে জানানো হয়েছে৷ তবে বিষয়টি জনগণের নজর না আসলে বিদ্যালয়ের সবগুলি কক্ষই অগ্ণিকাণ্ডের সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে যেত বলে স্থানীয় জনগণ জানিয়েছেন৷ এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী৷

