IPL : এক কোটি টাকার লিভিংস্টোনকে সাড়ে এগারো কোটিতে কিনল পঞ্জাব

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : এককোটি নূন্যতম মূল্য দিয়ে শুরু হয় আইপিএলে তাঁর নিলাম। ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জন্য প্ৰথমে আসরে নামে কলকাতা। কিন্তু পরে তাতে যুক্ত হয় সানরাইজ হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব। শেষ পর্যন্ত হায়দরাবাদ ও পঞ্জাবের মধ্যে হাড্ডাহাড্ডি চলে। তবে শেষ হাসি হাসে প্রীতি জিন্টার দল। লিভিংস্টোনের জন্য যখন দরাদরি শেষ হল তখন তাঁর মূল্য দাঁড়িয়েছে সাড়ে ১১ কোটি টাকা।

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এখনও পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ১১২ রান। তবে আইপিএলে সেভাবে দাগ না কাটলেও টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের উল্লেখযোগ্য নাম তাঁর। তাই তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় একাধিক টিম।
অন্যদিকে, এদিন পঞ্জাব ওডিন স্মিথকেও ৬ কোটি টাকা দিয়ে কেনে। ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডারেরও নূন্যতম মূল্য ছিল এক কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্যও ঝাঁপায় প্রীতি জিন্টার দল। শেষে ছয় কোটিতে কিনে নেয় তাঁকে। দ্বিতীয় দিনের শুরুতেই দুই অলরাউন্ডার কেনে পঞ্জাব।

তবে উল্লেখযোগ্যভাবে অবিক্রিত থেকে গেছেন কলকাতার প্রাক্তন অধিনায়ক ইয়ান মর্গ্যান, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *