কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার ছুটির দিনে ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড । বেলেঘাটায় বেল্ট জুতোর কারখানায় আগুন । ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। এদিন হঠাৎই বেলেঘাটায় গগন সরকার রোডের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে । ওই কারখানাটি ছিল বেল্ট জুতোর কারখানা ।
জানা যাচ্ছে, রবিবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে সেখানে । হঠাৎই ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা । এরপরেই কারখানার কাছে এগিয়ে আসতেই দেখে ভেতরে জ্বলছে আগুন । তারপরে খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের তিনটি ইঞ্জিন । বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কারখানার একাংশ ।
জানা যাচ্ছে, এই বেল্ট এবং জুতার কারখানাটি অস্থায়ী কাঠামো করে তৈরি করা হয় । এই কারখানার দোতালায় আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বেলেঘাটায় বেল্ট জুতোর কারখানায় এমনটাই মনে করছে দমকল ।