কোটকাপুরা (পঞ্জাব), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার চালিয়েছে বিজেপি। গুরুতর অভিযোগ করলেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রবিবার পঞ্জাবের কোটকাপুরার জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেছেন, “বিগত ৫ বছর ধরে পঞ্জাবে আমাদের সরকার ছিল। কিন্তু পঞ্জাব থেকে সেই সরকারকে চলতে দেওয়া হয়নি, দিল্লি থেকে চালিত হয়েছিল, কংগ্রেস নয় বিজেপির দ্বারা।”
এদিন আম আদমি পার্টিকেও আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। বলেছেন, “আরএসএস থেকে আম আদমি পার্টির উদ্ভব হয়েছে…দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নামে কিছুই নেই। রাজনৈতিক দল এবং তাঁদের নেতাদের সম্পর্কে সত্য জানা গুরুত্বপূর্ণ।”
দলীয় কোন্দলের কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়ছে ক্যাপ্টেনের পঞ্জাব লোক কংগ্রেস পার্টি, জোটে রয়েছে শিরোমণি অকালি দল (সংযুক্ত)-ও। পঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি ভোট।