রায়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারালেন সিআরপিএফ-এর একজন অফিসার, মাও-হামলায় আহত হয়েছেন একজন জওয়ান। বিজাপুর জেলার বাসাগুড়া থানার অন্তর্গত টিম্মাপুর-পুটকেল জঙ্গলের ঘটনা। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শনিবার সকালে সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটালিয়নের ‘এফ কোম্পানি’-র জওয়ানরা রোড ওপেনিং ও স্যানিটাইজিং ডিউটিতে যাচ্ছিলেন।
সেই সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা, গুলিবিদ্ধ হন সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তিরকে, পরে তাঁর মৃত্যু হয়। এনকাউন্টারে আহত হয়েছেন একজন জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখন অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।