শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে ৩ সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত জঙ্গিরা আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। ওই ৩ জঙ্গির কাছ থেকে মিলেছে অস্ত্রশস্ত্র ও বেআইনি সামগ্রী। জম্মু ও কাশ্মীর পুলিশ ও সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে ৩ জঙ্গি।
কাশ্মীর জোন পুলিশ শনিবার সকালে জানিয়েছেন, বারামুল্লা জেলার সোপোরের ডাঙ্গিওয়াচা এলাকায় পুলিশ ও সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩ জঙ্গিকে। জঙ্গিদের কাছ থেকে মিলেছে অস্ত্রশস্ত্র ও বেআইনি সামগ্রী। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।