Covid19: দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২-লক্ষাধিক, রাশিয়ায় ২৪ ঘন্টায় ফের প্রচুর মৃত্যু

মস্কো, ১১ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের মারণ চেহারা নিয়েছে। চলতি মাসের শুরু থেকে ক্রমাগত বাড়তে শুরু করেছে সংক্রমণ, প্রতিদিনই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭২২ জন রোগীর। নতুন করে ৭২২ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৩৮,৮১৩ জনের।

ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় এই মুহূর্তে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাশিয়াতেই। মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ০৩ হাজার ৯৪৯ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩,৭৩১,৭৯৪ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ১১,০২১,৬৩৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *