চুড়াইবাড়ি, ১১ ফেব্রুয়ারি : সরকারি পরিকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের পাশাপাশি জনগণকেও নিতে হবে। এসব পরিকাঠামো জনকল্যাণেই গড়ে তোলা হয়। আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ১০১টি পেভার ব্লক সড়কের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পেভার ব্লক সড়কগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, জেলার গ্রামীণ এলাকায় নির্মিত এই পেভার ব্লক সড়কগুলি এই অঞ্চলের মানুষের চলাচলে যেমন সহায়ক ভূমিকা নেবে তেমনি গ্রামীণ এলাকার উন্নয়নেও অগ্রণী ভূমিকা নেবে।
উল্লেখ্য, এই ১০১টি পেভার ব্লক সড়কের মোট দৈর্ঘ্য ৫৫.৬২ কিলোমিটার। ১০৭টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ এলাকায় এই সড়কগুলি নির্মাণ করা হয়েছে। সব ঋতুতে চলাচলের উপযোগী এই সড়কগুলি দীর্ঘস্থায়ী হয়। তার আগে যুবরাজনগর ব্লকের অন্তর্গত তিলথৈ-এ নির্মিত পেভার ব্লক সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ নির্মিত সড়কটি পরিদর্শন করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে এই সড়ক নির্মাণ কৌশল ও প্রযুক্তিগত দিক সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশে কাজ করে চলেছে রাজ্য সরকার। পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও গুরুত্বের ভিত্তিতে কাজ চলছে। গ্রামীণ এলাকায় নির্মিত এই সড়কগুলি সেই অঞ্চল এবং তৎসংলগ্ন অঞ্চলের মানুষের পায়ে হেঁটে চলা সহ সমস্ত ক্ষেত্রেই সহায়ক ভূমিকা নেবে। তিনি বলেন, সরকার মানেই জনগণ। তাই সরকার দ্বারা নির্মিত জনগণের জন্য উৎসর্গিত যেকোনও সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনতারও। অত্যাধুনিক পদ্ধতিতে পেভার ব্লক দ্বারা তৈরি এই সড়কগুলির স্থায়িত্বও বেশি।
এদিন জেলাশাসক কার্যালয় থেকে বোতাম টিপে সবকটি সড়কের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি স্থান থেকে দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভার্চুয়ালি এই উদ্বোধন পর্বে যুক্ত হন। আজ থেকেই এই ১০১টি সব ঋতুতে চলাচল উপযোগী পেভার ব্লকের সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক বিনয়ভূষণ দাস, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক, পুলিশ সুপার প্রমুখ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ উত্তর ত্রিপুরা জেলার তিলথৈস্থিত প্রয়াত বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের বাড়িতে যান। পারলৌকিক ক্রিয়ায় অংশ নিয়ে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী প্রয়াত বিধায়কের বিদেহী আত্মার সদগতি কামনা করেন। এরপর মুখ্যমন্ত্রী শ্রীশ্রী রামঠাকুরের আবির্ভাব দিবসকে কেন্দ্র করে ধর্মনগর রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত পুণ্যতিথি উদযাপন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।