মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকে হিজাব বিতর্কের মধ্যে শুক্রবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস রাজনৈতিক দলগুলিকে প্রতিবাদ না করার এবং রাজ্যে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন।
এদিন তিনি আবেদন জানিয়ে বলেন, প্রথমত, এটি কোথাও প্রতিবাদ করার অনুমতি নেই এবং যদি কেউ করেন তবে এটি শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাই যেন উস্কানি না দেওয়া এবং সবাইকে শান্তি বজায় রাখার জন্য কাজ করা উচিত।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি কর্ণাটকের উদুপি জেলার সরকারি গার্লস পিইউ কলেজে হিজাবের প্রতিবাদ শুরু হয় যখন কিছু শিক্ষার্থী অভিযোগ করে যে তাদের ক্লাসে যেতে বাধা দেওয়া হয়েছিল। আর নিয়ে বিতর্কের দানা বেধে ছিল। পরিস্থিতি এমন হয় যে এই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়।