নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির বাওয়ানা এলাকার জে জে কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরানো বাড়ির একাংশ। শুক্রবার পুরানো বাড়ির একাংশ ভেঙে ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান ৬ জন। তাঁদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি, তাঁরা কেমন আছেন তাও জানা যায়নি।
আউটার নর্থ জেলার ডিসিপি ব্রিজেন্দ্র যাদব জানিয়েছেন, শুক্রবার বাওয়ানা এলাকার জে জে কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরানো বাড়ির একাংশ। বাড়িটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, বাড়ির একাংশ ভেঙে ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান ৬ জন। ৬ জনের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।