চুড়াইবা‌ড়ি‌তে রং-বোঝাই ক‌ন্টেনার থে‌কে উদ্ধার দশ লক্ষা‌ধিক টাকার ফে‌ন্সিডিল

চুড়াইবা‌ড়ি (ত্রিপুরা), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের অভিযানে দূরপাল্লার একটি কন্টেনার (পণ্যবাহী ট্রাক) থেকে উদ্ধার হয়েছে নেশাযুক্ত কফ সিরাপ ফেন্সি‌ডিল। তবে নেশাদ্রব্য পাচারের অভিযোগে কাউকে ধরতে পারেনি পুলিশ, লরি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক ও খালাসি।

জানা গে‌ছে, বুধবার সন্ধ্যারাতে এনএল ০১ এসি ১৪০৭ নম্বরের রং-বোঝাই এক‌টি কন্টেনার গুয়াহাটি (অসম) থেকে রাজধানী আগরতলা যাচ্ছিল। কন্টেনারটি অসমের বাজা‌রিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবা‌ড়ি (অসম ভূখণ্ড) ওয়াচপোস্টের কর্তব্যরত পু‌লি‌শের চো‌খে ধু‌লো ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবা‌ড়ি পু‌লিশ চেকগেটে আসে। এখানে ত্রিপুরা পুলিশ কন্টেনারের গতিরোধ করতে সিগন্যাল দেয়।

কিছুদূর এগিয়ে সেলট্যাক্স কার্যালয়ের সামনে গিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় চালক ও সহ-চালক তথা থালাসি। পুলিশও ছুটে গিয়ে কন্টেনারটিকে অন্য চালক দিয়ে থানায় নিয়ে এসে তালাশি চালিয়ে রঙের কার্টুনের নীচ থেকে ২০০ কার্টুনে মোট ২০ হাজার শিশি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলগুলির কালোবাজারে মূল্য কমপক্ষে দশ লক্ষা‌ধিক টাকা হ‌বে ব‌লে মনে করছে পু‌লিশ। এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসেন ধর্মনগ‌রের মহকুমা পুলিশ আধিকারিক। তিনি জানান, কন্টেনারের চালককে খুঁজে বের করতে জাল পাতা হয়েছে।