Attack: চেন্নাইয়ে বিজেপি দফতরে পেট্রোল বোমা হামলা, এনআইএ তদন্ত চাইলেন আন্নামালাই

চেন্নাই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): চেন্নাইয়ে বিজেপি দফতরে পেট্রোল বোমা হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বুধবার গভীর রাত একটা থেকে দেড়টার মধ্যে বিজেপি দফতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে এক দুষ্কৃতী। সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিজেপি নেতা কারাতে থ্যাগারাজন জানিয়েছেন, “রাত ১.৩০ মিনিট নাগাদ আমাদের কার্যালয়ে পেট্রোল বোমা হামলা চালানো হয়। ১৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনার জন্য তামিলনাড়ু সরকারের (ভুমিকা) নিন্দা করছি…আমরা পুলিশকেও জানিয়েছি…বিজেপি ক্যাডাররা এই ধরনের জিনিসে ভয় পায় না।”

দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্তের দাবি জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন, “আমরা এই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) তদন্ত দাবি করছি। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এনআইএ এই ঘটনার একমাত্র সমাধান যেখানে সত্য এবং ষড়যন্ত্র বেরিয়ে আসবে।”