মেলাঘর, ১০ ফেব্রুয়ারি : মেলাঘর থানাধীন চর এলাকায় বুধবার মধ্যরাত নাগাদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম খলিল মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই। পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।