নাসিক, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের অস্থিভস্ম গোদাবরী নদীর তীরে পবিত্র রামকুন্ডে বিসর্জন করা হল।বৃহস্পতিবার লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা নাসিকে গিয়ে অবশেষে কিংবদন্তি গায়কিকার অস্থিভস্ম গোদাবরী নদীর তীরে পবিত্র রামকুন্ডে বিসর্জন করা হয়। প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সকালে তিনি মারা যান।
এদিন লতা মঙ্গেশকরের ভাগ্নে আদিনাথ মঙ্গেশকর ও অন্যান্য আত্মীয়রাঅস্থিভস্ম গোদাবরী নদীর তীরে পবিত্র রামকুন্ডে বিসর্জন করেন।
লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোভিড-১৯ পরবর্তী জটিলতার কারণে মারা যান। মুম্বইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাহ করা হয়।