কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : ‘‘ভোট এলেই সাধু সেজে কিছু মানুষ টিভিতে ঢুকে যায়। আর সারা বছর মানুষের পাশে তাঁদের দেখা যায় না।“বৃহস্পতিবার এই ভাষাতেই মোদীকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে।
উত্তরপ্রদেশের ভোটের আগে গত বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সাংবাদিক সম্মেলনকে খোঁচা দেন মমতা। এদিন তিনি জানিয়েছেন, “একাধিবার টিকা পাঠানোর আবেদন করেছি। কিন্তু মোদী সরকার গুরুত্ব দেয়নি। আমরা নিজেদের উদ্যোগে টিকা কিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ রাজ্যের প্রতিটি মানুষ টিকা পাচ্ছেন, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সাধ্যমত। কেন্দ্রীয় সরকার মানুষের পাশ থেকে সরে গিয়েছে। শুধুমাত্র নিজেদের স্বার্থে ভোটব্যাঙ্ক মজবুত করে তোলার কাজ করে যাচ্ছে।’’
মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, তাই সবচেয়ে বেশি অনুদান পায়। আর আমাদের বাংলা প্রাপ্য টাকাই পায় না। মানুষের টাকা, আমাদের করের টাকা কেটে নিয়ে যাচ্ছে। আর কিছু না করেও বলছে ওটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি।“ মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে গঙ্গায় লাশ ভাসিয়েছিল। করোনায় এক টাকাও দেয় নি কেন্দ্র। আর উল্টে সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করছে। ইতিহাস পাল্টে দিচ্ছে, হেরিটেজ ভেঙে দিচ্ছে। দেশে শুধুই নিয়ম বানাচ্ছে। সবকিছু ভুলিয়ে দিচ্ছে। সাধু যারা হয় তাঁরা হয় ত্যাগী। যেমন স্বামীজি, আর ভোট এলেই নেতাজি, আম্বেদকরের কথা মনে পড়ে। বাকি সময় ভুলে যায়।’’