সংক্ৰমণ কমলেও মৃত্যুর সংখ্যায় ফের বৃদ্ধি, ভারতে আরোগ্যের হার ৯৬.৯৫ শতাংশ

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটা কমে গেল, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ০৮৪ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,২৪১ জন রোগীর, কোভিডে বিপুল মৃত্যুই প্রতিদিন চিন্তা বাড়াচ্ছে। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৪৪ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৭,৯০,৭৮৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,০২,০৩৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৮৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪৬ লক্ষ ৪৪ হাজার ৩৮২ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৭১,২৮,১৯,৯৪৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,২৪১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৬,৫২০ জন (১.১৯ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৬৭,৮৮২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১১,৮০,৭৫১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৯৫ শতাংশ। নতুন করে ৬৭,০৮৪ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৪,৭৮,০৬০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *