আগরতলা, ১০ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার ভোরে বিএসএফ জওয়ানরা পোয়াংবাড়ি ব্লকের করিমটিলা সীমান্তে প্রচুর পরিমাণ শাড়ি কাপড় উদ্ধার করেছে। সংবাদ সূত্রে জানা গেছে, বিএসএফ জওয়ানরা নিয়মমাফিক টহল দিচ্ছিল। তখনই তারা লক্ষ্য করে সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণ পাচার সামগ্রী মজুত করা হয়েছে। বিএসএফের জওয়ানরা এগিয়ে আসলে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পাচার সামগ্রীগুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। উদ্ধার করা শাড়ি কাপড়ের বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।
2022-02-10