বক্সনগর(ত্রিপুরা), ৯ ফেব্রুয়ারি (হি. স.) : আবারও সীমান্তে পাচারকারীদের থামাতে বিএসএফের গুলি ছুড়তে হয়েছে। নন-ল্যাথেল বন্দুকের ছুড়া গুলিতে দুই পাচারকারী গুরুতর আহত হয়েছেন। সিপাহীজলা জেলায় কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্তে ওই ঘটনায় আহত দুই পাচারকারী বর্তমানে জি বি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই যুবক নিরীহ। পাচারের সাথে তাঁরা যুক্ত নন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বক্সনগরের রহিমপুর সীমান্ত গ্রামে বিএসএফের গুলিতে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। ইকবাল হোসেন এবং সোহাগ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাচারকারী সন্দেহে বিএসএফ জওয়ানরা বুধবার সকালে তাদের লক্ষ্য করে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুড়েন। ঘটনাকে কেন্দ্র করে রহিমপুর সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশের দাবি, বুধবার সকাল ৬ টা নাগাদ বিএসএফ জওয়ানরা রহিমপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। তখন তাঁরা লক্ষ্য করেন দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। তারা সীমান্তের ওপারে কিছু পাচারের চেষ্টা করছে বলে নজরে আসে বিএসএফের। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা তাদের থামতে বলেন এবং থামানোর লক্ষ্যে গুলি ছুড়েন। বিএসএফের গুলিতে দুজনই গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজে সীমান্ত এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষজন ঘর থেকে বেরিয়ে ছোটাছুটি করতে শুরু করেন।
পুলিশ আরো জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে নিয়ে যান বক্সনগর প্রাথমিক হাসপাতালে। সেখান থেকে তাদেরকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পায়ে গুলি লেগেছে।
প্রসঙ্গত, রহিমপুর সীমান্ত এলাকা দিয়ে প্রায় সময় নানা ধরনের পণ্য এবং নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। সাম্প্রতিককালে পাচার রোধে বিএসএফ জওয়ানরা কঠোর মনোভাব গ্রহণ করেছে। বুধবার সাতসকালে পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখনই বিএসএফ জওয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ জানান।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দুই যুবক নিরপরাধ। তাঁরা সীমান্ত গ্রামের বাসিন্দা। তারা পাচারের সঙ্গে জড়িত নন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে বিএসএফ সাধারণ মানুষকে হয়রানি করছে। মারধরে উদ্যত হচ্ছে, এমনকি গুলি চালিয়ে যখম করছে। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিএসএফ এবং পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।