নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): অবিলম্বে হিজাব বিতর্কের সমাধান করা উচিত সরকারের, এই বিষয়ে বিরোধীদেরও উচিত রাজনীতি না করা। বললেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বুধবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নিয়ম অনুযায়ী হিজাব বিতর্কের সমাধান করা উচিত কর্ণাটক সরকারের। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হিজাব বিতর্ককে ব্যবহার করা উচিত নয় বিরোধী দলগুলির।
একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে খাড়গে বলেছেন, “হিন্দু-মুসলিম ঐক্যে ফাটল ধরাতে কিছু মানুষ হিজাব বিতর্ক উস্কে দিচ্ছে।” কংগ্রেস নেতা বলেছেন, দীর্ঘ সময় ধরেই মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় স্কুল ও কলেজে যান। কর্ণাটক একটি বৈচিত্র্যপূর্ণ রাজ্য, কিছু রাজনৈতিক দল এই বিতর্কের নেপথ্যে রয়েছে। মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “কর্ণাটকে হিজাব ইস্যুটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটের মেরুকরণের জন্য এবং হিন্দু-মুসলিমদের মধ্যে বিবাদ উস্কে দেওয়ার জন্য করা হচ্ছে..কিছু রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেপথ্যে রয়েছে।”