বেঙ্গালুরু, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে রায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে মামলাটি গড়াল বৃহত্তর বেঞ্চে। বুধবার হিজাব পরার অনুমতি চেয়ে হাইকোর্টে দায়ের হওয়া পিটিশনের নিষ্পত্তি ওঠে সিঙ্গল বেঞ্চে। কিন্তু বিচারপতি কৃষ্ণ দীক্ষিতের সিঙ্গল বেঞ্চ বিতর্কিত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তিনি কোনও অন্তর্বর্তী নির্দেশও দিতে চাননি। জানিয়েছেন, অন্তর্বর্তী নির্দেশের ব্যাপারে বৃহত্তর বেঞ্চ যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
গত দু’মাস ধরে রাজ্যের স্কুল-কলেজে হিজাব পরে যাওয়া যাবে কি না সে নিয়ে বিতর্ক চলছে। পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা যুক্তি। হিজাব পরা তাদের অধিকার বলে সরব মুসলিম পড়ুয়ারা। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার বিরুদ্ধে যাঁরা, তাঁদের বক্তব্য, স্কুল-কলেজ ধর্ম প্রদর্শনের জায়গা নয়। সব পড়ুয়াকে নির্দিষ্ট ইউনিফর্ম বিধি মানতেই হবে।
এদিকে রাজ্যজুড়ে ‘হিজাব আন্দোলন’ জোরদার হতেই আজ, বুধবার থেকে আগামী তিনদিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি পড়ুয়াদের সমাজে শান্তি বজায় রাখতেও অনুরোধ করেন। রাজ্যের মন্ত্রী আর অশোক বলেন, ‘‘সরকার হিজাব বা কেশরী কোনটারই পক্ষে নয়।শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে পড়ুয়ারা যা খুশি পরতে পারে। কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক কোড রয়েছে। আপাতত নিরাপত্তার জন্য স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।’’