Assam : অসমের ৮০টি পুরসভার নির্বাচন ৬ মার্চ, ঘোষিত নির্ঘণ্ট, আজ বুধবার থেকে বলবৎ নির্বাচনী আচরণবিধিশিলচর পুর নিগমের নির্বাচন এখনই নয়

গুয়াহাটি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে ঘোষিত হয়েছে অসমের ৮০টি পুরসভা নিৰ্বাচনের নির্ঘণ্ট। আজ বুধবার রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার এক সাংবাদিক সম্মেলনে আসন্ন পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, আগামী ৬ মার্চ হবে রাজ্যের ৩৬টি জেলার অন্তর্গত ৮০টি পুরসভার নির্বাচন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজ বুধবার থেকেই নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেছে গোটা রাজ্যে। অন্যদিকে শিলচর পুরনিগমের নিৰ্বাচন এখনই অনুষ্ঠিত হবে না।

সাংবাদিক সম্মেলনে রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার জানান, ৬ মাৰ্চ নিৰ্বাচন অনুষ্ঠিত করতে আজই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়ন পত্ৰ দাখিলের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন পত্র পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণের পর ৯ মাৰ্চ হবে ভোটগণনা ও ফলাফল ঘোষণা।

নিৰ্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্ৰাৰ্থীদের জন্য নানা বিষয়ে নীতি-নিৰ্দেশনা জারি করেছে কমিশন। এগুলির মধ্যে নিৰ্বাচনী প্রচারে রোড শো, মিছিল এবং জনসমাবেশ নিষিদ্ধ। তবে নাগরিকদের বাড়ি বাড়ি সর্বাধিক ১৫ জনকে নিয়ে প্রার্থীরা চালাবেন নিৰ্বাচনী প্রচার। তবে এক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। জানান, জাতীয় দলের প্রার্থীরা ১৫ এবং আঞ্চলিক দলের প্রার্থীরা দশজনকে নিয়ে ডোর-টু-ডোর প্রচার চালাতে পারবেন। তিনি জানান, এবারের পুরসভা নিৰ্বাচনে এম২ ইভিএম ব্যবহার করা হবে।

রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার জানান, আদালতে বিচারাধীন মামলার জন্য শিলচর পুরনিগমের নির্বাচন এখনই অনুষ্ঠিত করা যাবে না। তাছাড়া শিলচর পুরসভা পুরনিগমে উন্নীত হয়েছে। তাই পুরনিগমের বিধি বলে সীমা নির্ধারণ তথা এলাকার পুনর্বিন্যাসের কাজ শুরু করেছেন কাছাড়ের জেলাশাসক। পুনর্বিন্যাস সম্পন্ন হলে জেলাশাসকের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এবং আদালতের রায়ের ওপর ভিত্তি করে নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন। এছাড়া তিনি জানান, গুয়াহাটি পুরনিগমের নির্বাচনও শীঘ্র অনুষ্ঠিত করা হবে না। দিন-কয়েক আগে গুয়াহাটিতে ওয়াৰ্ড সংখ্যা বাড়িয়ে ৬০ করা হয়েছে। পাশাপাশি এখন থেকে এরিয়া সভার সদস্য থাকবেন না। কেবল কাউন্সিলারের নির্বাচন হবে।

অলোক কুমার জানান, ৮০টি পুরসভার অন্তৰ্গত ৯৭৭টি ওয়াৰ্ডের নিৰ্বাচনে মোট পোলিংস্টেশন থাকবে ২০৫৪টি। সৰ্বাধিক পোলিংস্টেশন জেলা ডিব্ৰুগড়। ডিব্রুগড়ে ১২৯টি পোলিংস্টেশন থাকবে। এছাড়া জানান, ৩৩ জন পৰ্যবেক্ষক নিয়োগ করা হবে সমগ্ৰ নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া নিরীক্ষণ করবেন। এছাড়া ভোটগ্ৰহণের জন্য ৫,৯০০টি এম২ ইভিএম তৈরি রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *